আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম বন্দরের বর্ধিত ট্যারিফ ১ মাস স্থগিত হাইকোর্টে

দেশচিন্তা ডেস্ক: দেশের প্রধান সমুদ্রবন্দরের বিভিন্ন সেবার বিপরীতে বর্ধিত ট্যারিফ এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বাংলাদেশ মেরিটাইম ল’ সোসাইটির (বিএমএলএস) জনস্বার্থে দায়ের করা রিট আবেদনের (নম্বর: ১৬৯৩১) প্রাথমিক শুনানিতে বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আয়নুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদির রিট আবেদনের পক্ষে এবং বাড়ানো ট্যারিফ সূচির বিপক্ষে আদালতে বক্তব্য উপস্থাপন করেন।

ক্যাপ্টেন মহিউদ্দিন আবদুল কাদির জানান, বন্দরের নতুন ট্যারিফ সূচির মাধ্যমে পণ্য ও জাহাজের ওপর বিভিন্ন খাতে অস্বাভাবিক হারে ট্যারিফ বাড়ানো হয়েছে।

শুনানি শেষে মাননীয় আদালত এক আদেশ বলেন, কেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের গত ১৪ সেপ্টেম্বর জারি করা এসআরও (নম্বর ৩৬৪-আইন/২০২৫), যা একই তারিখে বাংলাদেশ গেজেটে প্রকাশিত হয় যার মাধ্যমে পণ্য ও জাহাজের ওপর অতিরিক্ত ট্যারিফ আরোপ করা হয়েছে এবং ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কর্তৃক বর্ধিত ট্যারিফ তফসিল বাস্তবায়নের জন্য জারি করা সার্কুলার কেন আইনবিরুদ্ধ, বাতিলযোগ্য, কর্তৃত্ববহির্ভূত ও আইনি দৃষ্টিতে অকার্যকর ঘোষণা করা হবে না এবং সংশ্লিষ্ট অংশীদারদের অন্তর্ভুক্ত করে কমিটি গঠন করে তাদের পরামর্শ ক্রমে ন্যায্য, যৌক্তিক ও বাস্তবসম্মত ট্যারিফ তফসিল প্রণয়ন করার জন্য নির্দেশ দেওয়া হবে না তৎমর্মে কারণ দর্শানোর নির্দেশ দিয়ে রুল জারি করেছেন।

তিনি জানান, মহামান্য হাইকোর্ট বিভাগ রুল নিশি নিষ্পত্তি সাপেক্ষে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পক্ষে প্রধান অর্থ ও হিসাব কর্মকর্তা কর্তৃক বর্ধিত ট্যারিফ তফসিল বাস্তবায়ন বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর জারি করা সার্কুলারের (নম্বর: ১৮.১৩.০০০০.৫৫১.৩১.০০৯.১৯/৪৭) কার্যকারিতা এক মাসের জন্য স্থগিতাদেশ দিয়েছেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ