আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ট্রাভেল ব্যাগে লুকিয়ে গাঁজা পাচার, র‌্যাবের হাতে ধরা স্বামী-স্ত্রী

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসের ট্রাভেল ব্যাগে লুকিয়ে কক্সবাজারে পাচার করা হচ্ছিল ১২ কেজি গাঁজা। র‌্যাব-১৫ এর একটি দল রামুর আমতলিয়া পাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার (ল অ্যান্ড মিডিয়া) আ.ম. ফারুক রোববার (৯ নভেম্বর) বিকেলে বলেন, গত রাতে স্টার লাইন পরিবহনের একটি বাস তল্লাশি করে এফ-৩ ও এফ-৪ সিটে বসা দুই যাত্রীর ট্রাভেল ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করা হয়। ব্যাগ দুটি খুলে দেখা যায় একটি নীল-সাদা ব্যাগে খাকি রঙের টেপে মোড়ানো দুটি বান্ডেলে ৮ কেজি এবং একটি খয়েরি কাঁধের ব্যাগে ৪ কেজি গাঁজা রয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পরানীয়া পাড়ার মৃত সৈয়দ আমিনের ছেলে মো. রবিউল হোসেন (২৮) ও তার স্ত্রী রেহেলা আক্তার।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে কক্সবাজারের বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছেন এবং পলাতক ইউনূস নামের এক ব্যক্তিকে নিয়মিত মাদক সরবরাহ করেন।

উদ্ধার করা ১২ কেজি গাঁজাসহ তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ