
দেশচিন্তা ডেস্ক: খাগড়াছড়ির পানছড়িতে শনিবার (৮ নভেম্বর) বিকেলবেলায় মোটরসাইকেলের ধাক্কায় সেনা রঞ্জন ত্রিপুরা (২৬) নামে একজন শিক্ষক নিহত হয়েছেন।
নিহত সেনা রঞ্জন ত্রিপুরা পানছড়ি উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। তিনি চিনালা চিগোন চানপাড়া এলাকার বাসিন্দা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের সংস্কৃত বিভাগের সাবেক শিক্ষার্থী।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এরপর খাগড়াছড়ি সদর হাসপাতালের মাধ্যমে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতাল রেফার করা হলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে আসা একটি বেপরোয়া মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে খাগড়াছড়ি সদর হাসপাতাল এবং চট্টগ্রামে রেফার করা হয়।
লোগাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যত্তুর চাকমা বলেন, চারমাস আগে লোগাং উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিল সেনা রঞ্জন ত্রিপুরা। দুর্গম এলাকার সাধারণ একটা পরিবার থেকে অনেক কষ্ট করে উঠে এসেছে ছেলেটি। পরিবারে তার ওপর নির্ভরশীল বৃদ্ধ বাবা-মা। তার দুই শিশু সন্তান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনও কেউ অভিযোগ করেননি।












