আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ঘর ভাঙছে ঐশ্বরিয়ার

দেশচিন্তা ডেস্ক: দীর্ঘদিন ধরে ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা ও বিগ বস তারকা নীল ভাটের বিচ্ছেদের গুঞ্জন। ২০২১ সালে চার হাত এক করে নতুন অধ্যায়ের সূচনা করেছিলেন এই জুটি। বিয়ের চার বছর পর ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন তারা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নীল ও ঐশ্বরিয়া বেশকিছু দিন ধরেই আলাদা থাকছেন। তখন থেকেই গণমাধ্যমে খবর ছড়ায় ভেঙে যাচ্ছে এই দম্পতির সংসার। এবার আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের আবেদন জানিয়েছেন তারা। শিগগিরই ডিভোর্স সম্পন্ন হবে!

এর আগে ঐশ্বরিয়ার ঘর ভাঙার খবর ছড়িয়ে পড়লে চটেছিলেন অভিনেত্রী নিজেই। গেল জুন মাসে বিচ্ছেদের গুঞ্জন উঠলে সামাজিকমাধ্যমে এক পোস্টে ক্ষোভ প্রকাশ করে লিখেছিলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই চুপ আছি। আমি দুর্বল বলে নই, বরং আমার শান্তি রক্ষা করছি তাই। কিন্তু আপনাদের মধ্যে কেউ যেভাবে এমন কিছু লিখতে থাকো, যা আমি কখনো বলিনি।’

তিনি আরও লেখেন, ‘আপনারা এমন গল্প তৈরি করেন, যা কখনো সাপোর্ট করি না এবং তথ্য বা জিজ্ঞাসা ছাড়াই নিজেদের মতো প্রচারের জন্য আমার নাম ব্যবহার করেন, যা খুবই দুঃখজনক।’

‘গুম হ্যায় কিসিকে পেয়ার মে’ শোয়ে একসঙ্গে কাজের সময় পরিচয় হয় নীল ও ঐশ্বরিয়ার। তারপর প্রেম এবং পরিণয় ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ