আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

অনুশীলন শুরুর ছয় দিন পর খেলোয়াড়দের তালিকা প্রকাশ করল বাফুফে

দেশচিন্তা ডেস্ক: জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্প শুরু হওয়ার ছয় দিন পর খেলোয়াড় তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বু্ধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে প্রথমে জানানো হয়, ক্যাম্পে ডাক পেয়েছেন ২৬ জন। কিন্তু তালিকায় ছিল ২৭ জনের নাম। পরে সংশোধন করে সংখ্যাটিও ২৭ করা হয়।

৩১ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে অনুশীলনের প্রথম দিনে ডাকা হয়েছিল ১৪ জন ফুটবলারকে। পরে আবাহনীর গোলকিপার পাপ্পু হোসেন যোগ করলে সংখ্যা বেড়ে ১৫। বসুন্ধরা কিংসের ১০ জন খেলোয়াড় ৭ নভেম্বর ক্যাম্পে যোগ দেবেন।

এশিয়ান কাপ বাছাইপর্বে প্রথম চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট সংগ্রহ করায় চূড়ান্ত পর্ব থেকে বাংলাদেশের ছিটকে পড়া নিশ্চিত। দলের পঞ্চম ম্যাচ ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে, এবং তার আগে ১৩ নভেম্বর নেপালের সঙ্গে একটি প্রস্তুতি ম্যাচ আছে।

সর্বশেষ হংকং সফরে যাওয়া ২৩ জনের মধ্যে ফাহামিদুল ইসলাম দুই হলুদ কার্ডের কারণে বাদ পড়েছেন। তবে ভারত ম্যাচে খেলতে পারবেন না। হংকংয়ের বিপক্ষে বাদ পড়া কাজেম শাহ এবার প্রাথমিক দলে ফিরেছেন।

প্রাথমিক ২৭ জনের দল:
গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, পাপ্পু হোসেন, মেহেদী হাসান।

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, শাকিল হোসেন, জায়ান আহমেদ, তপু বর্মণ, তাজ উদ্দিন, সাদ উদ্দিন।

মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা (জুনিয়র), মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম।

ফরোয়ার্ড: মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, আরমান ফয়সাল, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, রাকিব হোসেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ