আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

চলে গেলেন প্রবীণ অভিনেত্রী ডায়ান ল্যাড

দেশচিন্তা ডেস্ক: হলিউডের জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডায়ান ল্যাড মারা গেছেন।

সোমবার (৩ নভেম্বর) বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। ডায়ানের পরিবারের ঘনিষ্ঠ সূত্র থেকে ওয়াশিংটন পোস্টকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রবীণ এই তারকা ক্যারিয়ারে তিনবার অ্যাকাডেমি অ্যাওয়ার্ড মনোনয়ন এবং গোল্ডেন গ্লোব অর্জন করেছেন। ডায়ান ল্যাডের আনুমানিক সম্পদের পরিমাণ ছিল ১০ মিলিয়ন ডলার। তিনি দৃঢ় চরিত্রের নারীদের অভিনয়ে জীবন্তভাবে ফুঁটিয়ে তোলার জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন।

মায়ের মৃত্যুর বিষয়ে ডায়ানের কন্যা লরা ডার্ন একটি বিবৃতিতে জানিয়েছেন, তার মা ক্যালিফোর্নিয়ার ওজাইতে নিজের বাড়িতে মারা গিয়েছেন, এবং সে সময় তিনি তার পাশে ছিলেন। লরা লিখেছেন, ‘তিনি ছিলেন সেরা কন্যা, মা, দাদি, অভিনেত্রী, শিল্পী এবং এক সহানুভূতিশীল আত্মা, যা কেবল স্বপ্নে সম্ভব মনে হয়। আমরা তার সঙ্গে ছিলাম এবং আছি সেজন্য আমরা ধন্য। এখন তিনি ফেরেশতাদের সঙ্গে উড়ছেন।’

প্রসঙ্গত, ডায়ান ল্যাড এর জন্ম ২৯ নভেম্বর ১৯৩৫ সালে, লরেল, মিসিসিপি-তে। তিনি পশুচিকিৎসক প্রেস্টন পল ল্যাডনার এবং অভিনেত্রী মেরি বার্নাডেট ল্যাডনারের একমাত্র সন্তান ছিলেন। ডায়ান ছোটবেলা থেকেই অভিনয়, গান ও নৃত্যের মতো সব শিল্পকলায় পারদর্শী ছিলেন এবং ১৯৬০-এর দশকে টেলিভিশন ও চলচ্চিত্রের জগতে প্রবেশ করেছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ