
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের বাঁশখালী থানার হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি আবুল হাসান এবং শওকতকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সরল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, একই থানার সরল এলাকায় মৃত আমির হামজার ছেলে আবুল হাসান (৪৮) ও একই এলাকার আবুল হাসানের ছেলে শওকত (৩০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, বাশঁখালী থানার হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি আবুল হাসানকে সরল এলাকা থেকে র্যাব-৭ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যে অপর যৌথ অভিযানে উত্তর সরল এলাকা থেকে শওকতকে গ্রেপ্তার করা হয় । পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বাশঁখালী থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
পড়েছেনঃ ১৬












