আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৭শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নির্বাচনের মাধ্যমেই গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলনের চূড়ান্ত বিজয় অর্জিত হবে – আবু সুফিয়ান

দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এদেশের জনগণ ১৭টি বছর ধরে অপেক্ষা করছে। প্রতিটি মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। বিএনপি জনগণের দল হিসেবে ভোটাধিকার প্রতিষ্ঠায় এখনো রাজপথে লড়াই চালিয়ে যাচ্ছে। কারণ নির্বাচন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। তাই আমাদের লক্ষ্য একটাই- একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা। গণতন্ত্র পুন:রুদ্ধারে আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সর্বপর্যায়ের নেতাকর্মীদের অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। তবে এটি আমাদের চূড়ান্ত বিজয় নয়। সেই চূড়ান্ত বিজয় তখনই অর্জিত হবে, যখন জনগণের অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে।

শনিবার (১৮ অক্টোবর) বিকালে ০৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের রৌফাবাদ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, নির্বাচনকে ব্যাহত করার জন্য নানান গোষ্ঠী তাদের ষড়যন্ত্র-চক্রান্ত চালিয়ে যাচ্ছে। পতিত আওয়ামী লীগও যেকোনে উপায়ে দেশকে অস্থিতিশীল করতে চায়। আমরা জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্র নস্যাৎ করতে প্রস্তুত রয়েছি। ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। কোন ষড়যন্ত্রই ধানের শীষের বিজয় ঠেকাতে পারবেনা। ধানের শীষের বিজয় মানেই জনগণের বিজয়। ধানের শীষের বিজয় গণতন্ত্রের বিজয়।

এসময় তিনি রৌফাবাদ ইউনিট বিএনপির সাবেক সভাপতি অসুস্থ মো. সোলেমান, পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক য্গ্মু আহবায়ক মো. নওশাদ এর ওয়ার্ডের অসুস্থ মা, ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড ছাত্রদল নেতা সাহিদ খানের অসুস্থ বাবা, পাচঁলাইশ থানা স্বেচ্ছাসেবক দলের য্গ্মু আহবায়ক মেহেরাজ এর অসুস্থ বাবা সহ ওয়ার্ডের অস্স্থু নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নেন। এসময় রৌফাবাদ এলাকায় ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক ইসকান্দর মির্জা, সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু, মঞ্জুর আলম মঞ্জু, সাবেক সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু মুছা, বায়েজিদ থানা বিএনপির সাবেক সহ-সভাপতি মফজল কোম্পানি, ৪৩নং আমিন শিল্পাঞ্চল ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এড. এফ এ সেলিম, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্সী, আব্দুল হাই, সাইফুল আলম সও, আবুল বশর, এম এ হাসান বাপ্পা, মহিউদ্দিন রুবেল, কাজী মহিউদ্দিন, শাহাদাত হোসেন রাখা, মো. সাগর, মেহেরাজ উদ্দিন, মো. নওশাদ,ইমন, আকাশ, মো. ইমরান, সাহাবউদ্দিন, মো. আমান, মো. নাঈম, ইকবাল হোসেন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ