আজ : শনিবার ║ ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

নভেম্বরে ২ ম্যাচ খেলবে ব্রাজিল, প্রতিপক্ষ ও সূচি ঘোষণা

দেশচিন্তা ডেস্ক: এশিয়ার পর এবার আফ্রিকার শক্তিশালী দুই দলের বিপক্ষে নামছে ব্রাজিল। নভেম্বরের আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইউরোপে অনুষ্ঠিত হবে তাদের দুটি প্রীতি ম্যাচ।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে কার্লো আনচেলত্তির দল। তিন দিন পর, ১৮ নভেম্বর ফ্রান্সের লিলে তিউনিসিয়ার মুখোমুখি হবে তারা।

সিবিএফ বলছে, বিশ্বকাপের আগে আফ্রিকার দলের বিপক্ষে খেলে খেলোয়াড়দের ভিন্নধর্মী খেলার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতেই এমন সূচি সাজানো হয়েছে।

সম্প্রতি আন্তর্জাতিক বিরতিতে এশিয়ার দুই দল দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে খেলেছিল ব্রাজিল। প্রথম ম্যাচে কোরিয়াকে ৫-০ গোলে হারালেও, দ্বিতীয় ম্যাচে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও জাপানের কাছে ৩-২ গোলে হেরে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রিয়াল মাদ্রিদ ছেড়ে গত মে মাসে ব্রাজিল দলের কোচের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি।

দলে স্থিতি আনতে সময় বেশি না পেলেও, তার অধীনে ধীরে ধীরে গুছিয়ে নিচ্ছে সেলেসাওরা। সিবিএফ জানিয়েছে, খেলোয়াড়দের বিভিন্ন ঘরানার ফুটবলের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করতেই আফ্রিকান প্রতিপক্ষ বেছে নেওয়া হয়েছে।
ব্রাজিল আরও ইঙ্গিত দিয়েছে, আগামী প্রীতি ম্যাচগুলো ইউরোপের শীর্ষ দুটি দলের বিপক্ষে যুক্তরাষ্ট্রে আয়োজন করা হতে পারে। মার্চের মধ্যেই নিজেদের সম্ভাব্য বিশ্বকাপ একাদশ চূড়ান্ত করার লক্ষ্য আনচেলত্তির।

ভক্তদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে আসন্ন বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচ খেলতে চায় ব্রাজিল রিও দে জেনেইরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে। সেখান থেকেই তারা রওনা হবে বিশ্বকাপ মঞ্চে।

দুই বছর আগে লিসবনে সেনেগালের বিপক্ষে ৪-২ গোলে হেরেছিল ব্রাজিল। অন্যদিকে, সুশৃঙ্খল রক্ষণভাগের জন্য পরিচিত তিউনিসিয়া গত মাসেই দুই ম্যাচ হাতে রেখেই বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ