আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

আবারও একসঙ্গে আসছেন বলিউডের তিন খান

দেশচিন্তা ডেস্ক: তিন দশকেরও বেশি সময়ের ক্যারিয়ারে বলিউডের তিন খান—শাহরুখ, সালমান ও আমিরকে একসঙ্গে পর্দায় পায়নি দর্শক। তবে সাম্প্রতিক সময়ে আরিয়ান খানের সিরিজে প্রথমবারের মতো ‘একসঙ্গে’ দেখা গেছে তাদের।

আবারও তিন খানকে একসঙ্গে পেতে যাচ্ছেন দর্শকরা। না কোনো সিনেমায় নয়, সৌদি আরবের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

জেনারেল এন্টারটেইনমেন্ট অথরিটি (জিইএ) এর আয়োজনে প্রতিবছর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হয় বাণিজ্য ও বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘জয় ফোরাম’। প্রতিষ্ঠানটি সৌদির বিনোদন ইন্ডাস্ট্রির নিয়ন্ত্রক।

জয় ফোরামের এ বছরের উৎসবটি হবে বৃহস্পতি ও শুক্রবার। রিয়াদের বুলেভার্ড সিটির এসইএফ এরেনায় ওই অনুষ্ঠানে ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নেওয়ার কথা রয়েছে।

জয় ফোরামের শেষ দিন, অর্থাৎ শুক্রবার একটি সেশনে অংশ নেবেন শাহরুখ, আমির ও সালমান। সেখানে নিজেদের ক্যারিয়ার, সিনেমার সম্ভাবনা নিয়ে আলাপ করবেন ভারতের হিন্দি সিনেমার তিন তারকা অভিনেতা।

এদিকে শাহরুখ খান এই মুহূর্তে ব্যস্ত রয়েছেন তার আসন্ন সিনেমা ‘কি’ এর শুটিং নিয়ে। সালমান ইতিমধ্যে তার আসন্ন সিনেমা ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার প্রথম ধাপের শুটিং শেষ করেছেন।

অন্যদিকে ‘দাদা সাহেব ফালকে’ সিনেমার বায়োপিক করার প্রস্তুতি নিচ্ছেন আমির খান।
সূত্র: বলিউড হাঙ্গামা

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ