
দেশচিন্তা ডেস্ক: প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের আয়োজনে ‘মাস্টারিং লিডারশিপ এক্সিলেন্স ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ১১ অক্টোবর ২০২৫, শনিবার অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। বিভাগীয় চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে কীনোট স্পিকার ছিলেন খ্যাতনামা কর্পোরেট ট্রেইনার ও মোটিভেশনাল স্পিকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পী)। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, ভবিষ্যতের প্রকৌশলীদের শুধু প্রযুক্তিগত জ্ঞানেই নয়, বরং নেতৃত্বের গুণাবলি, যোগাযোগ দক্ষতা এবং ব্যবস্থাপনাগত যোগ্যতায়ও পারদর্শী হতে হবে। এ ধরনের সেমিনার শিক্ষার্থীদের বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দিকনির্দেশনা দেয়।
কীনোট স্পিকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পী) ‘মাস্টারিং লিডারশিপ এক্সিলেন্স ইন ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট’ বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন, যেখানে তিনি প্রযুক্তিখাতে নেতৃত্বগুণ বিকাশ, কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে যোগাযোগ ও মানবিক দক্ষতার গুরুত্ব তুলে ধরেন। তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের মানসিকতা, দায়িত্ববোধ ও দলগত কাজের প্রেরণা সঞ্চারিত হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় চেয়ারম্যান টোটন চন্দ্র মল্লিক বলেন, ইইই বিভাগ সবসময় চেষ্টা করে শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি নেতৃত্ব, উদ্ভাবন ও নৈতিকতার দীক্ষা দিতে। আজকের সেশন শিক্ষার্থীদের সেই প্রয়াসকে আরও শক্তিশালী করেছে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইইই বিভাগের প্রভাষক রাহুল চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন গণিত বিভাগের সহযোগী অধ্যাপক তানিয়া নূর, ইইই বিভাগের সহকারী অধ্যাপক সামিনা আলম, প্রভাষক সরিৎ ধর, আসিফ মোহাম্মদ সিদ্দিকী, সৌমেন দত্ত, আবির ধর ও জয়নব বিনতে আহমেদ।
অনুষ্ঠান শেষে অতিথি ও শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং স্মারক ক্রেস্ট প্রদান করেন।