আজ : শুক্রবার ║ ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম সমিতির কার্যালয় অবৈধ দখলের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

দেশচিন্তা ডেস্ক: অরাজনৈতিক সামাজিক সংগঠন চট্টগ্রাম সমিতি-ঢাকা-এর কার্যালয় বর্তমানে অবৈধ দখলে রয়েছে বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সদস্যরা।

রোববার (১২ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন সমিতির সদস্যরা।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, এম এ হাশেম রাজু নামের এক ব্যক্তি, যিনি চট্টগ্রাম সমিতি-ঢাকার জীবন সদস্য নন, একটি মনগড়া এডহক কমিটি গঠন করে জোরপূর্বক সমিতি দখলে নিয়েছেন। নিজেকে স্বঘোষিত আহ্বায়ক দাবি করছেন। তার নেতৃত্বে একটি চক্র দিনের বেলায় কার্যালয়ের নিচে শোডাউন এবং রাতে ভবনে অবৈধভাবে অবস্থান করছে।

১১৫ বছরের ঐতিহ্যে ‘কালো অধ্যায়’ উল্লেখ করে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চট্টগ্রাম সমিতি-ঢাকা ১১৫ বছরের পুরনো, একটি অরাজনৈতিক ও সমাজসেবামূলক সংগঠন। এর ইতিহাসে কখনও এত অনিয়ম ও দখলদারিত্বের ঘটনা ঘটেনি। আমরা সমিতির ভাবমূর্তি রক্ষায় ঐক্যবদ্ধ।

নির্বাচন কমিশন গঠন হলেও কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে। অথচ সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ শেষ হবে আগামী ৩১ ডিসেম্বর। নিয়ম অনুযায়ী ৩ মাস আগেই, ২০ জুলাই তারিখে, একটি ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়। প্রধান নির্বাচন কমিশনার করা হয় সাবেক অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম সমিতি-ঢাকার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপদেষ্টা পরিষদের সদস্য মো. নাজিম উদ্দিন চৌধুরী।

নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন, সাবেক অতিরিক্ত সচিব ও চট্টগ্রাম সমিতি-ঢাকার জীবন সদস্য মোহাম্মদ হাবিবুল কবির চৌধুরী, সাবেক অতিরিক্ত সচিব (পিআরএল) ও জীবন সদস্য মোহাম্মদ মুনীর চৌধুরী, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জীবন সদস্য ড. নাজনীন কাউসার চৌধুরী এবং ডেপুটি এটর্নি জেনারেল ও আজীবন সদস্য ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরী।

জীবন সদস্যরা জানান, এই নির্বাচন কমিশনের সদস্যরা ভবনে ঢুকতে পারছেন না এবং স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় বাধা সৃষ্টি করা হচ্ছে। ফলে সমিতির গণতান্ত্রিক ও গঠনতান্ত্রিক নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। এ অবৈধ দখল ও আর্থিক অনিয়মের বিরুদ্ধে ইতোমধ্যে ১৯ এপ্রিল শাহবাগ থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। পাশাপাশি প্রশাসনের সর্বোচ্চ মহলে সহযোগিতা চেয়ে তারা যোগাযোগ করছেন।

এসময় চট্টগ্রাম সমিতি-ঢাকা’র জীবন সদস্যদের পক্ষ থেকে বলা হয়, আমাদের একটাই দাবি- গঠনতন্ত্র অনুসারে নির্বাচন হোক। বহিরাগতদের অবৈধ দখলদারিত্ব, চাঁদাবাজি ও জালিয়াতি বন্ধে অবিলম্বে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতি-ঢাকার আরিফ উদ্দিন, প্রকৌশলী জয়নুল আবেদীন প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ