
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন-ফুটবল খেলা সারা বিশ্বে জনপ্রিয়। এ জনপ্রিয় খেলাকে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে পৌঁছানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুগউপযোগী কার্যক্রম গ্রহণ করেছেন। তার ধারাবাহিকতায় হাটহাজারীতে একই কার্যক্রম অব্যাহত রেখে যাচ্ছি। হাটহাজারীকে তৃণমূল পর্যায়ে ক্রীড়াঙ্গণকে ঢেলে সাজানোর জন্য সকল ছোট বড় সকল খেলার মাঠকে উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে খেলার উপযোগী করে গড়ে তোলা হবে। প্রত্যেক সচেতন নাগরিককে বুঝা উচিত ক্রীড়াঙ্গণকে শক্তিশালী করার মাধ্যমে সমাজের সকল বৈষম্য দূর করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। গতকাল বিকাল ৪ ঘটিকার সময় উত্তর চট্টলার ঐতিহ্যবাহী হাটহাজারী উপজেলার একমাত্র ক্লাব চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের অনুমোদনপ্রাপ্ত সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষা ও ক্রীড়া প্রতিষ্ঠান “মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতি” কর্তৃক আয়োজিত সংগঠনের সাবেক সভাপতি ও আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম’র সভাপতিত্বে সৈয়দ মসউদ উল্লাহ মাস্টার স্মৃতি গোল্ডকাপ টুর্ণামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলায় পুরস্কার বিতরণের প্রাক্কালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উক্ত খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুর মোহাম্মদ, যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ সেলিম চেয়ারম্যান, কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক কমিটির সদস্য মুহাম্মদ আমিনুল ইসলাম, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি ও বেসরকারি কারা পরিদর্শক মুহাম্মদ আব্দুর রাজ্জাক, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল ইসলাম, জেলা বিএনপির সাবেক নেতা এস.এম. ফারুক হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাখাওয়াত হোসেন শিমুল, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. রিয়াদ, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জনি, জেলা ছাত্রদলের সভাপতি মুহাম্মদ তকিবুল হাসান তকি, জেলা জাসাসের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম টুটুল, মির্জাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সৈয়দ আব্দুল জব্বার, নাঙ্গল মোড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মুহাম্মদ সালাহউদ্দিন আলী। মির্জাপুর খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মুহাম্মদ ইসহাক মিয়া ও যুগ্ম সম্পাদক ইফতেখার হোসেন জনির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মুহাম্মদ শাহাদাত ওসমান, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহাম্মদ ইয়াকুব মেম্বার, ধলই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ নাসিম মেম্বার, হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক উত্তম কুমার দাশ, সমাজ সেবক আবুল কালাম মানিক, মির্জাপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ পারভেজ তালুকদার, হাটহাজারী উপজেলা ওলামাদলের আহ্বায়ক মাওলানা নাসির আহমদ, মির্জাপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মুহাম্মদ মোর্শেদুল আলম, মির্জাপুর ইউনিয়ন বিএনপি নেতা সৈয়দ শাহীনুল হক শাহেদ, হাজী আবুল বশর, টুর্ণামেন্ট শৃঙ্খলা কমিটির আহ্বায়ক মুহাম্মদ নুরুল আলম, সদস্য সচিব মুহাম্মদ রবিউল হোসেন রবি প্রমুখ। উক্ত ফাইনাল খেলায় চট্টগ্রামের শক্তিশালী দল মরহুম হাজী বদিউর রহমান কোম্পানী স্মৃতি ফুটবল একাদশ নাজির হাট তরুণ সমাজ কল্যাণ সংঘ ফুটবল একাদশকে ট্রাইবেকারে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। টুর্ণামেন্টের সুশৃঙ্খল দল তালুকদার পাড়া ফুটবল একাদশ, টুর্ণামেন্টে সেরা খেলোয়াড় মুহাম্মদ আজিম, সেরা গোল রক্ষক মুহাম্মদ সজিব, সেরা উদয়মান খেলোয়াড় মোঃ শাহেদ, সেরা গোলদাতা জোবায়ের এবং ফাইলের ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় গোল রক্ষক সুমন। ফাইনাল খেলার প্রধান অতিথি ব্যারিস্টার মীর মুহাম্মদ হেলাল উদ্দীন বিজয়ী এবং বিজিত দলকে ব্যক্তিগত পক্ষ থেকে ১০ হাজার টাকা করে প্রদান করেন। এবং টুর্ণামেন্টে পরিচালনা কমিটির পক্ষ থেকে চ্যাম্পিয়ন দলকে নগদ ২৫ হাজার টাকা, ট্রপি ও ম্যাডেল এবং রানার্স আপ দলকে নগদ ১৫ হাজার টাকা, ট্রপি ও ম্যাডেল প্রদান করেন। উল্লেখ্য যে, উত্তর চট্টগ্রামের এই বৃহৎ টুর্ণামেন্টে ১৬টি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে।