আজ : সোমবার ║ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৬শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║১২ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ৭ই শাবান, ১৪৪৭ হিজরি

৫ম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায় প্রবর্তক স্কুল জেলা চ্যাম্পিয়ন

দেশচিন্তা ডেস্ক: ৫ম গ্রীষ্মকালীন হ্যান্ডবল প্রতিযোগিতায় থানা পর্যায়ের প্রতিযোগিতায় পাঁচলাইশ থানায় প্রবর্তক স্কুল এন্ড কলেজের এর মাধ্যমিক শাখার শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত হ্যান্ডবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ইতিপুর্বে থানা পর্যায়ে মেয়েদের বিভাগে প্রবর্তক স্কুল এন্ড কলেজ রিডার্স স্কুল এন্ড কলেজকে ১-০ গোলের ব্যবধানে এবং সরকারি গার্লস স্কুল এন্ড কলেজকে ৬-০ গোলের ব্যবধানে হারিয়ে জয়লাভ করে এবং থানা চ্যাম্পিয়ন হয়।জেলা পর্যায়ে ফাইলে আনোয়ারা থানার চ্যাম্পিয়ন দল আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়কে ৩-০ গোলে হারিয়ে প্রবর্তক স্কুল এন্ড কলেজের হ্যান্ডবল টীম জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ জয়ে কলেজের অধ্যক্ষ মনোজ কুমার দেব ও গভর্নিং বডির সভাপতি ইন্দু নন্দন দত্ত বিজয়ী দলের বিজয়ী দলের প্রশিক্ষক তানজিনা রহমান, ক্রীড়া শিক্ষক দীপন কান্তি দাশ ও বিজয়ী দলের প্রত্যেক খেলোয়াড়কে অভিনন্দন জানান।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ