
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেছেন, দীর্ঘ সময় ধরে ওলামা দলের নেতৃবৃন্দ এদেশের ইসলামী মূল্যবোধ, নৈতিকতা ও জনসচেতনতা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আমাদের আলেম সমাজ শুধু মসজিদ-মাদ্রাসায় নয়, বরং সমাজ ও রাষ্ট্রের প্রতিটি স্তরে ইসলামের আলো ছড়িয়ে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি লাহোরী একটি দল আলেমের ছদ্মবেশে ইসলাম ধর্মকে ব্যবহার করে বেহেস্তের টিকেট বিক্রি করছে। তারা আবার হিন্দু ধর্মালম্বীদের কাছে গিয়ে গীতাও পাঠ করছে এবং বলছে রোজা আর পূজা নাকি একই মুদ্রার এপিট-ওপিট! ধর্ম নিয়ে যারা ভুল ব্যাখ্যা দেয় তাদের কাছ থেকে আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে আমাদের প্রতিজ্ঞা করতে হবে সত্য, ন্যায় ও ইসলামি আদর্শকে সামনে রেখে আমরা দেশের কল্যাণে কাজ করব। আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে জয় করার লক্ষ্য আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, বিভেদের রাজনীতি নয়, আলেম ওলামাদের ঐক্যের মাধ্যমে আমরা বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। গতকাল (শনিবার) ১১ অক্টোবর বিকালে নগরীর নিউমার্কেটস্থ দোস্ত বিল্ডিং দলীয় কার্যালয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের উদ্যোগে আয়োজিত ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে জনাব ইদ্রিস মিয়া প্রধান অতিথির বক্তব্যে উরোক্ত কথাগুলো বলেন। জেলা ওলামা দলের আহ্বায়ক আলহাজ্ব মাওলানা মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব মাওলানা হাফেজ জাবের হোসাইন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা ওলামা দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফেজ মাওলানা ফোরকান, যুগ্ম আহবায়ক ক্বারী মাওলানা আব্দুল করিম ছানবী, মাওলানা নোমান ফারুকী, ক্বারী মাওলানা তৌহীদুল ইসলাম, মাওলানা ইসমাইল আশরাফী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আবদুস সবুর, জেলা ওলামা দলের সদস্য মাওলানা মুহিব্বুল্লাহ কাসেমী, মাওলানা হামিদুর রহমান, মাওলানা গফুর শাহ আনোয়ারি, বাঁশখালী উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা নজরুল ইসলাম, সদস্য সচিব মাওলানা ফোরকান নিজামী, জেলা ওলামা দলের সদস্য ও বাঁশখালী পৌরসভা ওলামাদলের আহ্বায়ক মাওলানা হোসাইন, সদস্য সচিব মাওলানা সোহেল ইকবাল, যুগ্ম আহ্বায়ক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা গিয়াস উদ্দীন, লোহাগাড়া উপজেলা ওলামা দলের আহ্বায়ক মাওলানা শহিদুল ইসলাম, সদস্য সচিব মাওলানা হাফেজ সেলিম উদ্দীন, পটিয়া উপজেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক মাওলানা জাফর, মাওলানা সায়েম, হাফেজ জমীর উদ্দীন ও বাঁশখালী উপজেলা ছাত্রদল নেতা নুরুন্নবী প্রমূখ।