আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : মঙ্গলবার ║ ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

“প্রবাসীরা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অপরিহার্য অংশ”

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহবায়ক আবু সুফিয়ান বলেছেন, বিএনপি আজকে যে অবস্থানে দাঁড়িয়ে আছে তার পিছনে আমাদের প্রবাসী নেতাকর্মীদের অসামান্য অবদান রয়েছে। কর্তৃত্ববাদী আওয়ামী সরকারের সকল অন্যায়-অবিচার ও অপশাসনের বিরুদ্ধে আপনারা বিদেশের মাটিতে সোচ্চার ছিলেন। প্রতিবাদ করতে গিয়ে আপনারা নানাভাবে নির্যাতিত হয়েছেন। অনেকে দেশে যেতে পারেননি। অনেকের বাড়িঘরে হামলা হয়েছিল।অনেকের পরিবার-পরিজন নির্যাতিত হয়েছে। প্রবাসীরা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী লড়াই-সংগ্রামের অপরিহার্য অংশ। গণতন্ত্র পুন:রুদ্ধার আন্দোলনে আপনাদের ভূমিকা বিএনপি কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে।আগামীতে বিএনপি ক্ষমতায় এলে প্রবাসীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা রাখবে এবং প্রবাসীদের স্বার্থ সংরক্ষণে সর্বাধিক গুরুত্ব দিবে।

০৬ অক্টোবর (সোমবার) বিকালে সৌদি আরবস্থ জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, ধানের শীষ হলো গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। এই প্রতীককে বিজয়ী করতে হলে দেশের ভেতরে-বাইরে সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পরিবর্তিত বাংলাদেশে বিএনপিই জনগণের একমাত্র আস্থা ও ভরসা। সে আস্থার জায়গাটা আমাদের ধরে রাখতে হবে। মনে রাখতে হবে দেশের মানুষ আজ পরিবর্তন চায়, মুক্তি চায়। সেই পরিবর্তন ও মুক্তির একমাত্র হাতিয়ার হলো ধানের শীষ।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল মান্নান। বিশেষ বক্তার বক্তব্য রাখেন সৌদি আরব কেন্দ্রীয় বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন।

সৌদি আরবস্থ জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সভাপতি মফিজুল আলমের মফিজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহবায়ক ও জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের উপদেষ্টা মঈন চৌধুরী, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, জাতীয়বাদী ওলামাদল সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা আছাব উদ্দিন, জাসাস সৌদি আরব কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিক চৌধুরী। অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ