আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ║৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৪শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের

সাতকানিয়া সংবাদদাতা :

চট্টগ্রামের সাতকানিয়ায় এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শাহীন আক্তার (২৫)। গতকাল রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। গৃহবধূর বাপের বাড়ির লোকজনের দাবি, নির্যাতন ও হত্যার পর লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে।

শাহীন আক্তার উপজেলার বাজালিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাজালিয়া এলাকার জামাল হোসেনের স্ত্রী। তিনি ছদাহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ছৈয়দাবাদের কাজীরখীল এলাকার আবু তাহেরের মেয়ে।

পুলিশ ও ওই গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায়, ২০২২ সালে সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদের কাজীরখীল এলাকার আবু তাহেরের মেয়ে শাহীন আক্তারের সঙ্গে পশ্চিম বাজালিয়া এলাকার জামাল হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে দুই সন্তানের জন্ম হয়।

বিয়ের কিছুদিন যাওয়ার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন শাহীন আক্তারকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিলেন। তাছাড়া শাহীন আক্তারের স্বামী পরকীয়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে স্ত্রী শাহীন আক্তার প্রতিবাদ করলে নির্যাতন আরও বেড়ে যায়।

শাহীন আক্তারের বড় বোনের স্বামী নোমান হোসেন অভিযোগ করে বলেন, শাহীনকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। গত একমাস আগেও তাঁর স্বামী শাহীনকে বেধড়ক মারধর করেছিল। ওই সময় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সালিসি বৈঠকের মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয়েছিল।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহেদুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থল থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর জানা যাবে ওই গৃহবধূর মৃত্যুর আসল কারণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ