
দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারের মহেশখালীর কালারমারছড়ায় শাহাদাত হোসেন প্রকাশ দোয়েল (৪৯) নামের একজনকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
রোববার (২১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ টায় উপজেলার কালারমারছড়ার মোহাম্মদ শাহ ঘোনার মুজিব কিল্লা নামক এলাকায় এই ঘটনা ঘটে।
আহত অবস্থায় শাহাদাত হোসেন দোয়েলকে উদ্ধার করে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত শাহাদাত হোসেন দোয়েল কালারমারছড়ার খসরু গোষ্ঠীর মৃত ফজল হকের পুত্র, আর এ ঘটনায় অভিযুক্ত সাদ্দাম একই বংশের মৃত ছিদ্দিক মাতব্বরের পুত্র।
স্থানীয় সূত্র জানায়, নিহত দোয়েলের সঙ্গে তারই নিকট আত্মীয় একই এলাকার সাদ্দামের সঙ্গে বিরোধ চলে আসছিল। সাদ্দামের গুলিতে দোয়েল নিহত হয়েছে বলে জানায় তার পরিবার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুরুল হক।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, খবর পাওয়া মাত্র মহেশখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দোয়েল নামের একজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে। এই খুনের সঙ্গে কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।