
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিনস’ কমিটি গভীর উদ্বেগ ও ক্ষোভের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিকে কেন্দ্র করে সংঘটিত সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করছে এবং সৃষ্ট পরিস্থিতিতে শিক্ষকসমাজের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। শিক্ষকরা জাতির বিবেক। তাদের ওপর কোনো ধরনের শারীরিক বা মানসিক নির্যাতন শুধু শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদাকেই ক্ষুণ্ণ করে না, বরং গোটা সমাজের মূল্যবোধ ও সভ্যতাকে কলুষিত করে। এটা পুরো উচ্চশিক্ষা ব্যবস্থা ও মুক্তবুদ্ধির চর্চার ওপর আঘাত। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের পরিবেশে সহিংসতা, সন্ত্রাসী কর্মকান্ড ও ভয়-ভীতি প্রদর্শন একেবারেই অনভিপ্রেত। মতপার্থক্য বা ভিন্নমত প্রকাশের অধিকার থাকলেও সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় হবে মুক্তবুদ্ধি চর্চা, মতবিনিময় ও গঠনমূলক সংলাপের ক্ষেত্র, কোনো গোষ্ঠীর আধিপত্য বা সন্ত্রাসের স্থান নয়। তাই শিক্ষক সমাজের নিরাপত্তা ও মর্যাদা রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আমরা দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পাশে আছি। দেশের প্রতিটি শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ, নিরাপদ ও একাডেমিক পরিবেশ নিশ্চিত করার জন্য সকলের প্রতি আন্তরিক আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি, কোনো বিষয়ে মতপার্থক্য থাকলেও গণতান্ত্রিক পদ্ধতিতে, যুক্তি ও আলোচনার মাধ্যমে তা সমাধান করা সম্ভব। কোনো অবস্থাতেই সহিংসতা এর বিকল্প হতে পারে না।