
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুরে ওষুধ পরিবহনের কাজে নিয়োজিত একটি পিকআপ একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মো. মিনহাজ (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে গহিরা-হেঁয়াকো সড়কের ভূজপুর কাজিরহাট বাজারের কালায়েরটেক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিনহাজ ভূজপুর পূর্ব কৈয়া পুকিয়া এলাকার মো. হাসেমের ছেলে। এ ঘটনায় বাইকচালক মো. তানভীর (১৭) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজিরহাট বাজারের দক্ষিণ পাশ থেকে পিকআপটি বাজারের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা মিনহাজ মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যায়। তবে গাড়িটি স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ভূজপুর থানার উপপরিদর্শক (এসআই) নওফেল উদ্দিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করা হয়েছে।