আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

কক্সবাজারে ফুটবল ম্যাচ ঘিরে সংঘর্ষ, ইউএনওসহ আহত ৪০

দেশচিন্তা ডেস্ক: কক্সবাজারে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনী ও দর্শকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে ফাইনাল ম্যাচে রামু ও টেকনাফ উপজেলা ফুটবল দল মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু দর্শকদের অতিরিক্ত চাপে সংর্ঘষ, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় খেলা স্থগিত করেছে আয়োজক কমিটি।

ধারণ ক্ষমতা ১০ হাজার হলেও খেলা দেখতে স্টেডিয়ামে উপস্থিত হয় কমপক্ষে ৫০ হাজার দর্শক। বিকেল ৪ টার দিকে গ্যালারি ছাড়িয়ে মাঠে অবস্থান নেয় দর্শকরা, ভেঙে ফেলা হয় গেট।

পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী। নির্ধারিত সময়ে খেলা শুরু না হওয়া বিক্ষুব্ধ দর্শকরা শুরু করে ইটপাটকেল নিক্ষেপ, অগ্নিসংযোগের পাশাপাশি করা হয় স্টেডিয়ামসহ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ভাঙচুর।

এ সময় কক্সবাজার সদরের ইউএনও নিলুফা ইয়াসমিন, সদর থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন , একাধিক সাংবাদিকসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন।

সন্ধ্যা সাড়ে ৬ টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে, চারপাশে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

খেলায় প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব উল আলম, তাঁকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

টেকনাফ উপজেলা ক্রীড়া সংস্থার এক সদস্য বলেন, আয়োজক কমিটির গাফেলতির কারণে এমন ঘটনা ঘটেছে তাদের সতর্ক থাকা উচিত ছিল।

টেকনাফ উপজেলা টিমের ম্যানেজার জামাল উদ্দিন বলেন, আলহামদুলিল্লাহ, প্রাণে বেঁচে আসলাম। আজকের কলঙ্কময় দিনের দায়ভার জেলা প্রশাসনের ,যারা আমাদের নিরাপত্তা দিতে পারেননি ।

গত ১ সেপ্টেম্বর থেকে ৯ উপজেলা নিয়ে শুরু হয় এই টুনার্মেন্ট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত থাকার কথা জানিয়ে সংশ্লিষ্ট কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হন নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ