আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৩ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আনোয়ারায় মেধাবী ছাত্রীকে ভর্তি সহায়তা দিলেন ছাত্রশিবির

দেশচিন্তা ডেস্ক:
নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মেধাবী এক ছাত্রীকে ভর্তি সহায়তা দিয়েছে আনোয়ারা উপজেলা ছাত্রশিবির। আনোয়ার উপজেলা ছাত্রশিবিরের বাইতুলমাল সম্পাদক সাকিবুল ইসলাম এই অর্থ সহায়তা তুলে দেন ওই শিক্ষার্থী পিতার হাতে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে হাইলধর এলাকার শিক্ষার্থীর বাড়ীতে গিয়ে এই অর্থ সহায়তা প্রদান করেন। মেধাবী এই শিক্ষার্থীর পিতা মোহাম্মদ মূছার হাতে এই অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

জানা যায়, উপজেলার হাইলধর বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করেন মেধাবী ছাত্রী মোছা: পপি আক্তার। সে এবার এসএসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হন। মোছা: পপি আক্তার পরীক্ষায় নিজের স্বপ্নের জিপিএ-৫ অর্জন করলেও অর্থ সংকটে ভর্তি অনিশ্চয়তা দেখা দেয়। তবে আশার আলো নিয়ে এগিয়ে এসেছে আনোয়ারা ছাত্রশিবির।

ছাত্রশিবিরের নেতা সাকিবুল ইসলাম বলেন, আর্থিক অস্বচ্ছলতার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনায় পিছিয়ে পড়ে।কিন্তু আমরা বিশ্বাস করি কোনো শিক্ষার্থীর পথচলা যেন অর্থের অভাবে থেমে না যায়। সেই লক্ষ্যেই একজন মেধাবী ছাত্রী কে ইন্টারমিডিয়েটে ভর্তির জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা তার ভবিষ্যৎ গড়ার পথে সহায়ক হবে ইনশাআল্লাহ। প্রত্যেক শিক্ষার্থীই জাতির সম্পদ, তাদের হাত ধরে গড়ে উঠবে নৈতিক, সুশিক্ষিত ও সমৃদ্ধ সমাজ। ছাত্রশিবিরের এউ কাজ অভ্যাহত থাকবে।

ছাত্রী মোছা: পপি আক্তারের পিতা মোহাম্মদ মুছা জানান, আমরা কোনরকমভাবে পরিবার চালায়। আমার মেয়ে খুব মেধাবী সে ভালো করে পড়াশোনা করতে চায়। কলেজে ভর্তি হতে গেলে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এগিয়ে আসে। তাদের জন্য দোয়া করছি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ