
দেশচিন্তা ডেস্ক: সন্ত্রাসী হামলায় আহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে (৯ সেপ্টেম্বর) মঙ্গলবার বিকেলে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার ডিজিসেস (NICVD), ঢাকায় চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ও চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম দেখতে যান, তার চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন।
চবি উপাচার্য বলেন, নাইমুল ইসলামের চিকিৎসা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে। আমি পরিবারকে আশ্বস্ত করতে চাই, এ দুঃসময়ে তারা একা নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবসময় তাদের পাশে রয়েছে। আমি আশা করি, খুব দ্রুতই আমাদের শিক্ষার্থী সুস্থ হয়ে পুনরায় স্বাভাবিক জীবনে ও শিক্ষাজীবনে ফিরে আসবে।
উল্লেখ্য, চবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলাম ঢাকায় উন্নত চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে। তিনি প্রথমে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে ভর্তি ছিলেন এবং সেখানে অস্ত্রোপচারও হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাসকুলার ডিজিসেস (NICVD), ঢাকায় স্থানান্তর করা হয়েছে।