
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই হেরে যাওয়ার ভয়ে অকারেঞ্জ করা কোনোভাবেই ইতিবাচক বার্তা নয়। এই ধরণের অসহিষ্ণুতা দেশের জন্য নিরাপদ নয় বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের ভালোবাসা ও দোয়া পেলে চট্টগ্রাম-১০ আসনে তিনি সহিষ্ণুতা ও সহাবস্থানের দৃষ্টান্ত স্থাপন করবেন এবং এলাকার উন্নয়নে নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন। “জনগণের আস্থা অর্জন একজন প্রকৃত জনপ্রতিনিধির আজীবনের সংগ্রাম। আমি চাই জনগণের সেবায় নিবেদিত থাকতে, যাতে তাদের বিশ্বাস ও ভালোবাসার যোগ্য হয়ে উঠতে পারি,” যোগ করেন হেলালী।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীতে চট্টগ্রাম-১০ আসনকে কেন্দ্র করে আয়োজিত এক দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নগর হালিশহর থানার আমীর ফখরে জাহান সিরাজী।
পাহাড়তলী থানা জামায়াতের আমীর নুরুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. লুৎফর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃত্ববৃন্দ। এর মধ্যে উল্লেখযোগ্য হালিশহর থানা আমীর, ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমীসহ ওয়ার্ডের আমীর ও সেক্রেটারিরা।
বক্তারা বলেন, জনগণের আস্থাই একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি। জনগণের ভালোবাসা ও দোয়া ছাড়া কোনো উন্নয়ন কার্যক্রম দীর্ঘস্থায়ী হতে পারে না।
সমাবেশে শামসুজ্জামান হেলালী আরও বলেন, তিনি এমন এক সমাজ গড়ে তুলতে চান যেখানে সকল নাগরিক সমান মর্যাদা ও সুযোগ-সুবিধা ভোগ করবে। চট্টগ্রাম-১০ আসনের প্রতিটি মানুষ যেন উন্নয়নের সঠিক অংশীদার হয়, সেটাই তার রাজনৈতিক জীবনের প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।