
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫ এর জন্য ইতোমধ্যে প্রণীত খসড়া নির্বাচনী আচরণবিধি নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করেছে নির্বাচন কমিশন।
আগামীকাল বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনারের কার্যালয়ে (চাকসু ভবন, ২য় তলা) এ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় স্থানীয় ও জাতীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ও প্রতিনিধিবৃন্দকে উপস্থিত থাকার জন্য চাকসু নির্বাচন কমিশনের সদস্য-সচিব প্রফেসর ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী আমন্ত্রণ জানিয়েছেন।
পড়েছেনঃ ২৭