আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

খালে বিলীন হচ্ছে বসতবাড়ি, রাস্তা ও বিভিন্ন স্থাপনা, এলাকাবাসীর মানববন্ধন

মোহাম্মদ ইকবাল হোসেন, সাতকানিয়া :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পশ্চিম ডলু ও ৮ নম্বর ওয়ার্ড সংযোগ স্থলসহ পুলের গোড়া থেকে খুড়ালিয়া প্রকাশ হিলমিলি খালের পাড় বিলীন হচ্ছে প্রতিনিয়ত।

চলমান ভারী বর্ষণ ও খালের ঢলে বিলীন হচ্ছে একাধিক বসতবাড়ি, রাস্তা ও বিভিন্ন স্থাপনা। গত কয়েক বছরে বিলীন হয়ে গেছে ২০-৩০ টি বসতবাড়ি। এতে নিঃস হয়ে পড়েছে অনেক পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, খুড়ালিয়া খাল প্রকাশ হিলমিলি খালের পুনঃখননে পুলের গোড়া হয়ে কাঞ্চনা রোডের পাড় ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে বসতবাড়ি, মসজিদ, মাজারসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে।

খাল পুনঃখননে খালের পাড়ে স্থায়ী বাধঁ ও একটি স্লুইস গেইট নিমার্ণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। শুক্রবার (২৯ আগস্ট) হিলমিলি ও পশ্চিম ডলুর সংযোগ স্থল পুলের গোড়ায় এই মানববন্ধনে বক্তারা বলেন, খালের পাড়ে স্থায়ী বাঁধসহ একটি স্লুইস গেইড নিমার্ণ করলে রাস্তা, হিলমিলি ও ডলুর সংযোগস্থল ব্রীজ রক্ষা করা যাবে। অন্যথায় রাস্তাসহ একাধিক বসতবাড়ি বিলীন হয়ে যাবে।

সাতকানিয়া উপজেলার পশ্চিম ডলু ও হিলমিলি গ্রামে নদীভাঙনের স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধনে দুই শতাধিক পুরুষ এই মানববন্ধনে অংশ নেন। এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, হিলমিলি খালের কারণে গ্রামটি দীর্ঘদিন ধরে নদীভাঙনের হুমকিতে রয়েছে। ইতোমধ্যে বহু ঘরবাড়ি, ফসলি জমি ও গাছপালা নদীগর্ভে বিলীন হয়েছে। বর্ষা মৌসুমে নদীভাঙনের তীব্রতা আরও বেড়ে যায়, ফলে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক চরমে পৌঁছেছে। প্রতিবছরই আমরা ভাঙনের শিকার হই। বহুবার প্রতিশ্রুতি শোনা গেলেও স্থায়ী কোনো প্রতিকার মেলেনি।

আমরা অবিলম্বে স্থায়ী বাঁধ নির্মাণ চাই। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও শিক্ষার্থী ও বয়োজ্যেষ্ঠরা অংশগ্রহণ করেন। তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন মোহাম্মদ ইলিয়াছ, ৭নম্বর ওয়ার্ডের মেম্বার মোহাম্মদ মামুন, সাবেক মেম্বার জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ নাছির, মোহাম্মদ ইউনুছ, আমিনুল হক, মোহাম্মদ ইব্রাহিম, রবিউল হোসেন, গিয়াস উদ্দিন, মো: রুবেল, জিয়াবুল হক, মোহাম্মদ নাঈম উদ্দিনসহ ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের সর্বস্থরের জনসাধারণ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ