আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আল্লাহ ছাড়া কেউ নির্বাচন ঠেকাতে পারবে না: সালাহউদ্দিন আহমেদ

দেশচিন্তা ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে। স্বয়ং আল্লাহ ছাড়া এই নির্বাচন আর কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তারপরও আগামী রমজানের আগেই নির্বাচন সম্পন্ন হবে। আর নির্বাচনে অতন্দ্র পাহারা দেবেন এই দেশের জনগণ।

শনিবার (৩০ আগস্ট) দুপুরে নেত্রকোনা জেলা শহরের ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থান সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যারা বিচার বহির্ভূত হত্যার স্বীকার হয়েছেন তাদের সংখ্যা তিন হাজারেরও অধিক। যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, রাজনৈতিকভাবে নির্যাতিত হয়েছেন, পুলিশ কাস্টডি এবং জেলখানায় মৃত্যুবরণ করেছেন তাদের সংখ্যা তখন পর্যন্ত ছিল ৭ হাজার ১৮৮ জন। এখন সেই হিসাব অনেক বেশি। ২০২৪ সালে ছাত্র গণ-অভ্যুত্থানে যারা প্রাণ বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন দেশের জন্যে, গণতন্ত্রের জন্যে, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্যে, গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার আদায়ের জন্যে; জাতিসংঘের হিসাব মতে তাদের সংখ্যা ১৪০০ এর বেশি। যারা আহত হয়েছেন, চিরতরে পঙ্গুত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের সংখ্যা বিশ হাজারেরও বেশি। এরকম একটি রাষ্ট্রীয় অনাচারের মধ্য দিয়ে আমরা গিয়েছি, আমি নিজেও গুমের শিকার হয়েছিলাম। আমার দীর্ঘ জীবনের একটি অংশ, প্রায় দশ বৎসর আমি নির্বাসনে থাকতে বাধ্য হয়েছি। আমরা প্রথম বাংলাদেশ এবং শেষ বাংলাদেশের রাজনীতি করি, আমাদের উদ্দেশ্য, রাজনীতি এবং ঠিকানা বাংলাদেশ ই প্রথম, সবার আগে বাংলাদেশ।’

জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ আনোয়ারুল হকের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ জাতীয় নেতৃবৃন্দ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ