
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রামের মিরসরাইয়ে ২১ মামলার আসামি ডাকাত সাইদুল ইসলাম প্রকাশ নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার খিলমুরারী এলাকা থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
সাইদুল ইসলাম প্রকাশ নয়নের বিরুদ্ধে ডাকাতি, দস্যুতা, ছিনতাই, অস্ত্র, চুরি, চাঁদাবাজি, মাদকসহ ২১টি মামলা রয়েছে এবং ২টি গ্রেফতারি পরোয়ানা আছে।
সে খিলমুরারী এলাকার সন্ত্রাসী হক সাবের একান্ত বিশ্বস্ত সহযোগী হিসেবে বিএসআরএম ফ্যাক্টরিতে প্রায় সময় চুরি এবং এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক কারবারীসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত ছিল। তাকে গ্রেফতার করায় খিলমুরারী এলাকায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আব্দুল হালিম বলেন, থানার তালিকাভুক্ত সন্ত্রাসী সাইদুলকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় ২১টি মামলা রয়েছে। শুক্রবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।