আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

‘প্রথম সিরিজ’ খেলতে সিলেটে নেদারল্যান্ডস দল

দেশচিন্তা ডেস্ক: তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পৌঁছাল নেদারল্যান্ডস ক্রিকেট দল।

বুধবার (২৭ আগস্ট) সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সফরকারীরা। সংক্ষিপ্ত বিরতির পর দুপুরে সিলেটের উদ্দেশে রওনা হয়ে পৌঁছে যান সিরিজ ভেন্যুতে।

বাংলাদেশ-নেদারল্যান্ডস সিরিজ শুরু হবে আগামী ৩০ আগস্ট। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে প্রথম ম্যাচ। পরের দুটি ম্যাচ একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

এবারই প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এল ডাচ ক্রিকেট দল। বিমানবন্দরে নামার পর বিক্রমজিৎ সিংসহ সফরকারীদের ফুল দিয়ে বরণ করা হয়। ইতোমধ্যেই তারা সিলেটে পৌঁছে প্রস্তুতি শুরু করেছেন।

দুই দলই এই সিরিজের জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে। শেষ মুহূর্তে নেদারল্যান্ডস দলে পরিবর্তনও আনা হয়। তাদের নেতৃত্ব দিচ্ছেন উইকেটকিপার-ব্যাটার স্কট এডওয়ার্ডস।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এখন পর্যন্ত আটবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে। বাংলাদেশ জিতেছে পাঁচ ম্যাচে, আর ডাচরা জিতেছে তিনটিতে। সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে হারিয়েছিল নেদারল্যান্ডস। তবে ২০২২ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাচদের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ।

বাংলাদেশ দল সর্বশেষ খেলেছে জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে। সেই সিরিজে ২-১ ব্যবধানে জয় পায় লিটন দাসের নেতৃত্বাধীন দল। এবার এশিয়া কাপের আগে ডাচদের বিপক্ষে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে টাইগাররা।

বাংলাদেশের এশিয়া কাপ অভিযান শুরু হবে ১১ সেপ্টেম্বর আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা ও ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটনরা।

নেদারল্যান্ডস স্কোয়াড:
ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, অনিল নিদামানুরু, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), নোয়া ক্রস, সাকিব জুলফিকার, রায়ান ক্লেইন, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকিরেন, শারিজ আহমদ, বেন ফ্লেচার এবং ড্যানিয়েল ডোরাম।

টিম ম্যানেজমেন্ট: রায়ান কুক (প্রধান কোচ), রায়ান ভ্যান নিকার্ক (সহকারী কোচ), হেইনো কুন (সহকারী কোচ), ডিন মুনসামি (এস অ্যান্ড সি কোচ), লোরেঞ্জো মেয়ার (ফিজিওথেরাপিস্ট), ডেভি বাক্কার (টিম ম্যানেজার), কোরেভ রুটগার্স (মিডিয়া ম্যানেজার)।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ