আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : রবিবার ║ ৩১শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║১৬ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৮ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

প্রকৌশলের শিক্ষার্থীদের দাবি নিয়ে ৪ উপদেষ্টার নেতৃত্বে হচ্ছে কমিটি

দেশচিন্তা ডেস্ক: আন্দোলনরত প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তিন দফা দাবি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের চারজন উপদেষ্টাকে নিয়ে একটি কমিটির গঠন করা হচ্ছে।

বুধবার (২৭ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মুহাম্মদ ফাওজুল কবির খান এ কথা জানান।

কমিটিতে ফাওজুল কবির খান ছাড়াও পানি সম্পদ ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার থাকবেন। এছাড়া কমিটিতে প্রকৌশলীদের সংগঠনগুলোর প্রতিনিধিরা থাকবেন।

তিন দফা দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর অন্যতম ব্যস্ততম সড়ক শাহবাগ মোড় পাঁচ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি পূরণে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় বুধবার (২৭ আগস্ট) সারাদেশের প্রকৌশলীদের নিয়ে ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি পালন করছেন তারা। দুপুরে আন্দোলনরত প্রকৌশলের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেন। এরপর শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ বিষয়ে ফাওজুল কবির খান বলেন, ‌‘বুয়েট, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়ে একটা কথা (আন্দোলন) আছে। সেজন্য একটা কমিটি হচ্ছে, কমিটি গঠন প্রক্রিয়াধীন আছে। এ কমিটিতে তিনি নিজে (উপদেষ্টা ফাওজুল কবির খান) ছাড়াও উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান (গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা) ও অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার (শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা) থাকবে। কমিটিতে প্রকৌশলীদের সংগঠনগুলোর প্রতিনিধিরা থাকবেন।’

তিনি বলেন, ‘এটার সূত্রপাত হয় নেসকোতে (নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি) একটা ঘটনা (একজন প্রকৌশলীকে হত্যার হুমকি) ঘটেছিল, সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। শাস্তিমূলক ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। শাস্তিমূলকভাবে বদলি করা হয়েছে।’

প্রকৌশলীদের দাবি-দাওয়া নিয়ে কমিটি গঠন হয়ে যাওয়ার পর কমিটি শিগগির বসবে বলেও জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ