
দেশচিন্তা ডেস্ক: সমগ্র সৃষ্টিজগতের প্রাণ হযরত মুহাম্মদ (দ.) এই ধরণীতে শুভাগমন উপলক্ষে গাউসিয়া কমিটি বাংলাদেশ ওমরগনি এম. ই.এস কলেজ শাখার উদ্যাগে রাহমাতুল্লিল আলামীন কনফারেন্স কলেজ অডিটোরিয়াম হলে (২৬ আগস্ট) মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন আনজুমান-এ- রহমানির আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের মুখপাত্র বিশিষ্ট লেখক ও গবেষক এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার।
প্রধান অতিথি ছিলেন ওমরগনি এম. ই. এস কলেজের অধ্যক্ষ আ.ন.ম সরোয়ার আলম। বিশেষ অতিথি ছিলেন ওমরগনি এম. ই. এস কলেজ এর উপাধ্যক্ষ রেজাউল করিম সিদ্দিকী। প্রধান আলোচক ছিলেন মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি. শায়খ মাওলানা সৈয়দ হাসান আল আযহারী। উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ নবী হোসেন, ইসলামিক স্ট্যাটিস বিভাগীয় প্রধান রেজাউল করিম সিকদার, গনিত ডিপার্টমেন্ট এর বিভাগীয় প্রভাষক আবু নঈম মোহাম্মদ ইব্রাহিম, আইসিটি বিভাগীয় প্রধান মুহাম্মদ এরশাদ, প্রভাষক আবিদ এরশাদ, প্রভাষক মামুনুর রশিদ, ছাত্র সংগঠনের মিজা ফারুক, শরফর উদ্দিন জীবন, নুর হোসেন, আতিকুল ইসলাম জামিল, মোরশেদ আলী, নোমান শাহ,ফারুক, শাহেদ সহ গাউসিয়া কমিটি কলেজ শাখার নেত্ববৃন্দ প্রমূখ। শেষে দেশের শান্তি কল্যাণ কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।