আজ : বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১৩ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ║২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১৯শে সফর, ১৪৪৭ হিজরি

দেশ ও জাতি গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে: জহিরুল ইসলাম

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও বাঁশখালী আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেছেন, যুবকদের দৃঢ় প্রতিজ্ঞায় দেশ গড়া সম্ভব। জুলাই অভ্যুত্থানে যুবকরা স্বৈরাচার পতনের মাধ্যমে তা প্রমাণ করে দিয়েছে। ভবিষ্যতেও দেশ ও জাতি গঠনে যুবসমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুব বিভাগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু নাছের এর সভাপতিত্বে জেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মাসুদ বিন বজল এর সঞ্চালনায় বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রি কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা জামায়াতের আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল, পৌরসভা জামায়াতের আমীর জননেতা অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবু তাহের, বাঁশখালী জামায়াতের সাংগঠনিক সম্পাদক জিএম সাইফুল ইসলাম, বাঁশখালী উপজেলা যুব বিভাগের সভাপতি যুবনেতা খোরশেদ আলী চৌধুরী ও পৌরসভা যুব বিভাগের সভাপতি যুবনেতা মুহাম্মদ আবু তৈয়ব।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ