আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের মধ্যেই আগামীর বাংলাদেশের সম্ভাবনা নিহিত -নজরুল ইসলাম

দেশচিন্তা ডেস্ক : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা, পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আমাদের প্রিয় বাংলাদেশের জনগণ শান্তি ও মুক্তির আশায় দীর্ঘ সংগ্রাম করে আসছে। জালিমদের বিরুদ্ধে তারা বারবার লড়াই করেছে। অনেক মানুষ শাহাদাতবরণ করেছে। অগণিত নাগরিক নির্যাতিত ও নিপীড়ত হয়েছে। কিন্তু এত নিপীড়নের মুখেও জনগণ বুক চিতিয়ে সংগ্রামী ভূমিকার মাধ্যমে জালিম শক্তিকে পরাজিত করেছে। কিন্তু জনগণ এখনও ইতিহাসের পুনরাবৃত্তির আশঙ্কায় দিনাতিপাত করছে। কোনো জালিমের পুনরুত্থান হোক, এটা মানুষ আর চায় না।

 

শ্রমিক ও ছাত্রজনতা জুলুমমুক্ত, চাঁদাবাজমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চায়। মানুষ একটি ইনসাফের বাংলাদেশ দেখতে চায়। শ্রমিক-মালিক, ধনী-গরীব, নারী-পুরুষ সকল নাগরিকের অধিকার সমুন্নত থাকবে, এমন বাংলাদেশ দেখতে চায়। আর তেমন একটি সমৃদ্ধ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ একমাত্র আল্লাহর আইন ও সৎলোকের শাসনের মাধ্যমেই সম্ভব।

 

শ্রমিক মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের বিকল্প নেই। সর্বোপরি ইসলামী মূল্যবোধ ও সৎ নেতৃত্বের মধ্যেই আগামীর বাংলাদেশের সকল সম্ভাবনা নিহিত। অতএব, আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে শ্রমিক-মালিক, ধনী-গরীব, নারী-পুরুষ সকলে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখি।

 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা আয়োজিত কার্মী শিক্ষাশিবির ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম উপর্যুক্ত কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান।

 

চান্দগাঁও থানা সভাপতি ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের পরিচালনায় কর্মী শিক্ষাশিবির ও ইফতার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াত ইসলামীর আমীর মোঃ ইসমাইল, মহানগরী সহ-সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম আসাদ ও চান্দগাঁও-বোয়ালাখালী আসনের সম্ভাব্য সংসদ সদস্যপ্রার্থী ডা. আবু নাসের।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চান্দগাঁও থানার সহ-সভাপতি রুহুল আমিন, শ্রমিকনেতা মহিউদ্দিন হিরু, সেলিমুল হক, ইসহাক, তৌহিদুল ইসলাম, নুরুল আজিন, মিজানুর রহমান, মোঃমাসুদ, আক্তারুল ইসলাম, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, অহিদুর জামান প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ