আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই রমজান, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় নিয়মিত বাজার মনিটরিং, ৫ দোকানিকে জরিমানা

মো. ইকবাল হোসেন, সাতকানিয়া :

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

রবিবার (৯ মার্চ) উপজেলার এওঁচিয়ার শান্তির টেক, কাঞ্চনা ফুলতলা বাজারে অভিযানে ৫ টি মামলায় ৫ দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।

জরিমানায় দণ্ডিতরা হলেন, নজির আহমদ স্টোরকে পাঁচ শত টাকা, আমান স্টোরকে এক হাজার, দত্ত স্টোরকে দুই হাজার, মাহিন স্টোরকে দেড় হাজার ও বিসমিল্লাহ স্টোরকে পনের শত টাকা জরিমানা আদায় করা হয়।

মুলতঃ বাজারে মুল্য তালিকা প্রদর্শন না করা, পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করায় তাদেরকে আর্থিক জরিমানা করা হয়।  অভিযানে সহায়তা  করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা।

সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম বলেন, উপজেলাজুড়ে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে৷ আগামীতেও জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান পরিচালনা করা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ