কবি নূরনাহার নিপা
টুপটাপ বৃষ্টি নেমে ভরে বগার বিল
শিলা বৃষ্টিও ঝরে ভরে গেল ঝিল।
সবুজ ঝোপে পাতাগুলো নড়ে
বৃষ্টি এলো মেঘের ডানায় চড়ে।
পাখিরা হাসে, দেখে রিমঝিম বৃষ্টি
পথঘাট ভরে গিয়ে কাদামাটি হয় সৃষ্টি
পাহাড় অরণ্য বনে জলকন্যার দৃষ্টি
বৃষ্টিতে ভিজে হোক না কিছু কৃষ্টি।
ঝনঝন শব্দ হয় টিনের চালা ঘরে,
বৃষ্টির গান শুনে মনটা যায় ভরে।
চোখ জুড়িয়ে যায় দেখে পাখিরা উড়ে
ছটফট করে মন ছুটে যেতে বহুদূরে।
পড়েছেনঃ ৪৩