কবি এলিজা আজাদ
কি বিষ্ময় নিয়ে ফিরে এসেছে গাঙচিল
ক্ষত ডানার সব ব্যথা লুকিয়ে রেখে অদ্ভুত চোখে চেয়ে দেখছে আমাকে
হয়তো, আমার লুকানো ব্যথা নাড়া দেয় ও-কে অ-নে-ক-বেশি
আমি লুকাতে চাই হঠাৎ আলো’র ঝলকানির মতো অনেককিছু
উঠুক আমাকে ভেদ করে চারপাশে লতিয়ে লতিয়ে কংক্রিটের দেয়াল
যার সীমানা ভাংচুর করে তুমি আর তড়তড় করে বেয়ে উঠতে পারবেনা কোনোদিনই
খণ্ড বুকের কৃশকায় নদীটা শুকিয়ে যাক আস্তে আস্তে
একটা নীল দাগ ছাড়া সেখানে কিছু-ই নেই অবশিষ্ট।
পড়েছেনঃ ১০৬