আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ║২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ║ ২রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ফিরে এসেছে গাঙচিল

কবি এলিজা আজাদ

কি বিষ্ময় নিয়ে ফিরে এসেছে গাঙচিল
ক্ষত ডানার সব ব্যথা লুকিয়ে রেখে অদ্ভুত চোখে চেয়ে দেখছে আমাকে
হয়তো, আমার লুকানো ব্যথা নাড়া দেয় ও-কে অ-নে-ক-বেশি
আমি লুকাতে চাই হঠাৎ আলো’র ঝলকানির মতো অনেককিছু
উঠুক আমাকে ভেদ করে চারপাশে লতিয়ে লতিয়ে কংক্রিটের দেয়াল
যার সীমানা ভাংচুর করে তুমি আর তড়তড় করে বেয়ে উঠতে পারবেনা কোনোদিনই
খণ্ড বুকের কৃশকায় নদীটা শুকিয়ে যাক আস্তে আস্তে
একটা নীল দাগ ছাড়া সেখানে কিছু-ই নেই অবশিষ্ট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ