আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১০ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ║২৭শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ১২ই জিলকদ, ১৪৪৬ হিজরি

বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি করেছে আমিলাইশ শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ

নিজস্ব প্রতিনিধি, সাতকানিয়া: 

“একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে, সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই বছরও মাসব্যাপী বৃক্ষরোপণ অভিযান-২০২৪ কর্মসূচি ঘোষণা করেছে সাতকানিয়া আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ।

শুক্রবার ১২ জুলাই কর্মসূচির উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:রফিকুল ইসলাম। এ সময় মোজাম্মেল হক চৌধুরী, রাসেল,রহমত,সাজ্জাদ, আনোয়ার, ফারুক,ইউচুপ সহ শিশু কিশোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, আমিলাইশ শিশু কিশোর আসর একটি আর্দশ সংগঠন।প্রতিষ্ঠালগ্ন থেকেই জাতীয় যেকোনো প্রয়োজনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। একটি সুখী-সমৃদ্ধ ও বসবাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ১২ বছরের পথচলায় দেশ গড়ার কাজের মাধ্যমে জনতার আস্থার প্রতীকে পরিণত হয়েছে প্রিয় এ সংগঠন। বিশ্বব্যাপী উষ্ণয়ন বৃদ্ধি পাচ্ছে। বিশেষত বাংলাদেশে তাপমাত্রা প্রতিবছর আগের বছরের রেকর্ড ভাঙছে। তাপমাত্রার এ আশঙ্কাজনক বৃদ্ধির কথা মাথায় রেখে প্রতিবছরের ন্যায় এ বছরও আমিলাইশ শিশু কিশোর আসর মাসব্যাপী বৃক্ষরোপণ আভিযান কর্মসূচি ঘোষণা করেছে।”

তিনি আরও বলেন, “দেশের অপরিকল্পিত শিল্পায়ন ও অবাধে বন উজাড় করার কারণে বনায়ন দিনদিন আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে।“দেশে ভারসাম্যপূর্ণ পরিবেশ গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ লক্ষ্যে আমিলাইশ শিশু কিশোর আসর মাসব্যাপী ব্যাপকভিত্তিক বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে। প্রত্যেক জনশক্তিকে এ কর্মসূচিতে অংশগ্রহণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। শিশু কিশোর আসর এ কর্মসূচিতে সর্বস্তরের জনসাধারনতাকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। আসুন আমরা সকলে মিলে একটি সুখী-সমৃদ্ধ ও সবুজ আবাসভূমি গড়ে তুলি।”

সাধারণ মানুষের মাঝে গাছের চারা বিতরণ ও রোপণ করার মাধ্যমে বৃক্ষরোপণ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উল্লেখ্য যে, প্রতিবছরই আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর আসর বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে আসছে। বিগত কয়েক বছরেও নানান উল্লেখযোগ্য কর্মসূচি বাস্তবায়ন করেছে আমিলাইশ ইউনিয়ন শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ ।

এছাড়া সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ১০ জন শিক্ষার্থীকে “পরিবেশ বন্ধু অ্যাওয়ার্ড” প্রদান করা হয়।

এই বছরের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদের আঙিনায় গাছের চারা রোপণ; নদী ভাঙনসহ যেকোনো ভাঙন রোধে এবং বেড়িবাঁধে পরিকল্পিতভাবে গাছ লাগানো। এছাড়া বাড়ির আঙিনায় বা ছাদে গাছের চারা রোপণ করা প্রভৃতি।

বিগত বছরের রোপিত চারাগাছের পরিচর্যা নিয়েও কর্মসূচি রয়েছে আমিলাইশ শিশু কিশোর আসরের এই বছরের বৃক্ষরোপণ অভিযানে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ