
সাতকানিয়া প্রতিনিধি: সদ্য ঘোষিত সাতকানিয়া উপজেলা ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হলেন আরিফুর ইসলাম নয়ন।
গত ১৪ই মার্চ রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান স্বাক্ষরিত কমিটিতে ছদাহায় মিজানুর রহমান জয় সভাপতি, সালউদ্দিন কাদের তাহিল সাধারণ সম্পাদক করে ছয় সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আরিফুর ইসলাম নয়নকে এক নাম্বার সহ-সভাপতি করায় ছদাহার তৃণমূল ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে আনন্দ উল্লাসের বন্যা।
সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য হানিফুল ইসলাম রুবেল বলেন, দীর্ঘ এক যুগের পর ছদাহা ইউনিয়ন ছাত্রলীগের কমিটি হয়েছে, ত্যাগী এবং পরিশ্রমী কর্মীদের কমিটি দেওয়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাই।
আমরা ছাত্র সমাজ আশা করবো জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনের অংশীদার হবে ছদাহা ইউনিয়ন ছাত্রলীগ। নয়ন স্কুল জীবন থেকে শুরু করে দীর্ঘ সময় ধরে রাজপথে কষ্ট করেছে তাকে কমিটিতে পেয়ে আমরা আনন্দিত।
নব-নির্বাচিত সহ-সভাপতি আরিফুর ইসলাম নয়ন বলেন, আমাকে ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ছাত্রলীগ পরিবার যেকোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বাংলাদেশ স্বাধীন হয়েছেন ত্রিশ লক্ষ শহীদের রক্ত বিনিময়ে। তাই আমাদের নতুন প্রজন্মকে বেশি করে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে এবং মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও লালন করে ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মী সোনার বাংলা গড়ার জন্য কাজ করতে হবে।