আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ২৪শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ║১১ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৬শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

সাতকানিয়ায় শঙ্খ নদীতে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু 

ইকবাল হোসাইন/ফরিদ উদ্দিন, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন সংলগ্ন শঙ্খ নদীতে এঘটনা ঘটে।
নিহতরা হলেন কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিসবাহ (১০) তারা উভয়ই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। নিহতরা পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালীনগর এলাকার প্রবাসী আবদুল মুনাফ ও ফাতেমা সুলতানা মুক্তা দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সহোদর ভাই খেলাধুলা শেষে গোসল করতে গিয়ে শঙ্খ নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার গর্তে পড়ে তাদের মৃত্যু হয়।
পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ফ.ম  মাহবুবুল হক সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ