প্রিন্ট এর তারিখঃ মে ১০, ২০২৫, ১:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৪, ২০২৪, ১:০৮ অপরাহ্ণ
সাতকানিয়ায় শঙ্খ নদীতে পানিতে ডুবে দুই সহোদর ভাইয়ের মৃত্যু

ইকবাল হোসাইন/ফরিদ উদ্দিন, সাতকানিয়া : চট্টগ্রামের সাতকানিয়ায় শঙ্খ নদীতে গোসল করতে গিয়ে দুই সহোদর ভাইয়ের মৃত্যু হয়েছে। সোমবার (৪ মার্চ) বিকাল ৩ টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়ন সংলগ্ন শঙ্খ নদীতে এঘটনা ঘটে।
নিহতরা হলেন কামরুল হাসান মিশকাত (১২) ও ওমর ফারুক মিসবাহ (১০) তারা উভয়ই স্থানীয় মাদ্রাসার শিক্ষার্থী। নিহতরা পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড কালীনগর এলাকার প্রবাসী আবদুল মুনাফ ও ফাতেমা সুলতানা মুক্তা দম্পতির সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই সহোদর ভাই খেলাধুলা শেষে গোসল করতে গিয়ে শঙ্খ নদীতে ড্রেজার দিয়ে বালু তোলার গর্তে পড়ে তাদের মৃত্যু হয়।
পুরানগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ফ.ম মাহবুবুল হক সিকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, একই পরিবারের দুই সন্তানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2025 Desh Chinta. All rights reserved.