
মুহাম্মদ ফরিদ উদ্দীন, চন্দনাইশ-সাতকানিয়া আংশিক (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সাতকানিয়ার ধর্মপুর ইউনিয়নের সিকদার পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাটি কাটার খবর পেয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
০১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যায় উৎপাদনশীল কৃষি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) কাটার সময় চারজনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- বোরহান উদ্দীন (১৮), পিতা- আহমদ শফি, মাহালমপাড়া, কালিয়াইশ, সাজ্জাদ হোসেন (১৯), পিতা- মৃত আবদুল মালেক, পূর্ব নলুয়া ৩ নং ওয়ার্ড, রিফাতুল ইসলাম (২০), পিতা- আবু তাহের, সিকদারের বাড়ি, ৯ নং ওয়ার্ড, কালিয়াইশ, আজিজুল আমিন (৩২), পিতা- হারুনুর রশিদ, পশ্চিম ধর্মপুর সিকদার বাড়ি, ধর্মপুর।
আটকের পর সবাইকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাতকানিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম আরাফাত সিদ্দিকী মোবাইল কোর্টে পরিচালনার সময় বলেন, জেল জরিমানা গাড়ি আটক করেও বন্ধ করা যাচ্ছেনা। জনস্বার্থে উপজেলা প্রশাসন সাতকানিয়ার প্রতি ইউনিয়নে রাতদিন এ অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
বলে জানান।