আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ১২ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

আবারও গণ্ডগোল পটিয়া মাদ্রাসায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা : আবার গণ্ডগোল শুরু হয়েছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায়। আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে মাদ্রাসার অভ্যন্তরে ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপরই বিক্ষুব্ধ ছাত্রদের একাংশ মহাসড়ক অবরোধ করে। পুলিশ এসে প্রায় দেড় ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক করে।

 

স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে মাদরাসার ভেতরে ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় কয়েকজন ছাত্রকে বেধড়ক পেটানো হলে শত শত ছাত্র মাদরাসা ছেড়ে বেরিয়ে মহাসড়ক অবরোধ করে। বেশ কয়েক মাস ধরে মাদ্রাসার পরিচালনা ও কতৃর্ত্ব নিয়ে দুটি পক্ষের মধ্যে বিরোধ চলছে।

 

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় নিয়ে ছাত্রদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। আজ আবার সেটি নিয়ে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এ নিয়ে ছাত্ররা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি শান্ত আছে। ছাত্ররাও মাদ্রাসায় চলে গেছে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ