দেশচিন্তা নিউজ ডেস্ক:
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌসএর নেতৃত্বে আজ ২১ অক্টোবর রবিবার, দুপুরে চট্টগ্রাম মহানগর এলাকায় মোবাইল কোর্ট/উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে নগরীর পাঁচলাইশ থানাধীন বিবির হাট এলাকায় টিন প্লেইট বিহিন রিকশা ও জাল টিন প্লেইট এর রিকশার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এসময় টিন প্লেইট ছাড়া রিকশা ও রিকশায় জাল টিন প্লেইট থাকায় ২৫ টি অবৈধ রিকশা জব্দ করা হয়। অবৈধ রিকশার বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ এবং সিএমপি পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
পড়েছেনঃ ৪২৯