আজ : বৃহস্পতিবার ║ ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৭ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ║২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম পাহাড় কেটে ভবন নির্মাণ, চসিকের হানা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীতে পাহাড় কেটে তিনটি ভবন নির্মাণ করছিলেন স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামে একটি ডেভেলপার প্রতিষ্ঠান। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) অভিযানে বন্ধ হল পাহাড় কেটে এসব বাড়ি বানানো। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নগরের আসকার দীঘির পাড়ে এ অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা।

 

অভিযান সম্পর্কে চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতি সর্ববিদ্যা বলেন, ৯২টি পরিবার একজোট হয়ে স্বপ্নীল ফ্যামিলি ওনার্স নামের একটি ডেভেলপার প্রতিষ্ঠানের মাধ্যমে আসকার দীঘির পাড়ে পাহাড় কেটে ৩টি ভবন নির্মাণ করছিলেন।

 

আমরা অভিযান পরিচালনা করতে আসছি এমন খবর জানতে পেরে প্রকল্পের দায়িত্বে থাকা সাইট ইঞ্জিনিয়ার পালিয়ে যান।

 

তিনি বলেন, অভিযান চলাকালে দায়িত্বশীল আর কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। আমরা প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছি।

ঘটনাস্থলে মালিকপক্ষের কাউকে না পাওয়ায় আমরা মামলা বা জরিমানা করতে পারিনি। তবে, পরিবেশ অধিদপ্তরকে জানাচ্ছি। পাহাড় কাটায় জড়িতদের বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ