আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ১১ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ║২৬শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ║ ৯ই জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

চট্টগ্রামের ফটিকছড়ি বারমাসিয়া সেবাসংঘের মহিষাসুর বধ্ মঞ্চস্থ

দেশচিন্তা নিউজ ডেস্ক:

দূর্গাপুজা উপলক্ষে ফটিকছড়ি বারমাসিয়া সেবাসংঘ আয়োজিত মহা নবমী রাতে মহিষাসুর বধ্ মঞ্চস্থ হয়। পার্থ ঘোষের পরিচালনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন পলাশ গুহ, রাহুল ভট্টাচার্য, পার্থ ঘোষ, শুভ্রত দে, রতন দে, রাজিব সেন বাপ্পু, চন্দন ভট্টচার্য, রনি দে, স্মৃতি দে, বর্ণা গুহ, প্রার্থনা দে, বৃষ্টি দে, প্রবীণ দে।
অনুষ্ঠান শুরুর প্রাক্কালে ধর্মীয় আলোচনায় অংশ নেন, ডা. মিল্টন দে ছোটন, তড়িৎ সেন, মাস্টার বাবলা কুমার দে, পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক সুমন দে, সাংবাদিক শ্যামল নন্দী, প্রণজিৎ সেন প্রমুখ।
মাস্টার কৃষ্ণ ধন শীল এর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন তাপস কুমার দে।
ধর্মীয় আলোচনায় বক্তারা বলেন, বারমাসিয়া সেবা সংঘ কর্তৃক প্রতি বছরের ন্যায় মহিষাসুর বধ্ মঞ্চস্থ করায়, এলাকার মানুষের মধ্যে আসুরিক শক্তি বিনাশের চেতনা জাগ্রত হয়। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন। এছাড়াও যুব শক্তিকে দেশ ও দশের মঙ্গলে নিজেকে নিয়োজিত রাখার আহবান জানান।
অনুষ্ঠানে প্রতি বছরের ন্যায় দূরদুরান্ত থেকে আগত ধর্মপ্রাণ মানুষের ব্যাপক সমাগম ঘটে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ