ফটিকছড়ি প্রতিনিধি:
আসন্ন একাদশ সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার টিকেট পেতে বিরামহীন কাজ করছেন তরুণ শিল্পপতি রাজনীতিবিদ সাদাত আনোয়ার সাদী। উপজেলার স্বপ্নবাজ এ তরুন রাজনীতিবিদ সমাজসেবক দানবীর শিল্পপতি এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে রাজনীতিতে কর্মতৎপর রয়েছেন। জনকল্যাণ মুখী এ নেতা বঙ্গবন্ধুর আদর্শকে বিশ্বাস করে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতি অবিচল, বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর সাবেক গণপরিষদ সদস্য আব্দুল্লাহ আল হারুনের আপন ভাগ্নে সাদী। বর্তমানে তিনি ফটিকছড়ি উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও নিজ গ্রাম নানুপুর ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য। তাঁর পিতা কামরুল আনোয়ার মুক্তিযুদ্ধের সময় রেডিও ত্রিপুরার মুক্তিযুুদ্ধ বিষয়ক ইংরেজি সংবাদ পাঠক ছিলেন। তাঁর দাদা-মরহুম জমিদার আহমেদ শামশুল আনোয়ার দীর্ঘ ২৫ বছর নানুপুর ইউনিয়ন কাউন্সিলের জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা কাউন্সিলের সদস্য ছিলেন। দাদি ছিলেন শাহজাদী সৈয়দা গোলছাফা বেগম মাইজভান্ডারী। তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফিসাধক গাউছুল আজম মাওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহ (রহ.) মাইজভান্ডারীর একমাত্র কন্যা শাহজাদী সৈয়দা আনোয়ারুন নেছা মাইজভান্ডারী কনিষ্ট কন্যা। চাচা তৌহিদুল আনোয়ার নানুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ এর চেয়ারম্যান ছিলেন। বড় দাদা খাঁন বাহাদুর আবদুস সোবহান তৎকালিন চট্টগ্রাম জেলা কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। সে সূত্রে সাদাত আনোয়ার সাদী রাজনীতি করে জনগনের সেবায় ব্রত হয়ে পড়েছেন। সাদাত আনোয়ার সাদী’র চট্টগ্রাম শহরস্থ দেওয়ান বাজার নবাব সিরাজ উদ দৌলা সড়কে ঈশ্বর নন্দী লেইনের বাড়িটি ছিল তৎকালিন আওয়ামীলীগের দূর্গ ও ঠিকানা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে জাতীয় নেতা শহীদ তাজউদ্দিন, শহীদ ক্যাপ্টেন মনসুর আলী, প্রয়াত জননেতা জহুর আহম্মদ চৌধুরী, এম এ আজিজ, এম.এ হান্নান, আবদুল্লাহ আল হারুন, এম.এ মান্নান, আমেনা বেগম, আব্দুর রাজ্জাক সহ তৎকালিন জাতীয় নেতৃবৃন্দেদের সাথে ৬দফা আন্দোলন ও মুক্তির সংগ্রামের অনেক গোপন বৈঠক সাদাত আনোয়ার সাদীদের বাড়ীতে করেছেন। রাজনৈতিক পরিবারের সদস্য সাদী কিশোর বয়সে বাড়িতে দেখেছেন রাজনীতি চিত্র। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িয়ে পড়েন। ছিলেন দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের সক্রিয় সদস্য। পরে কলেজ জীবনে চট্টগ্রাম সরকারী সিটি কলেজ ছাত্রলীগের আপ্যায়ন সম্পাদক, পেশাজীবী লীগ চট্টগ্রাম উত্তর জেলার সাবেক সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। রাজনীতির পাশাপাশি তরুণ শিল্প উদ্যোক্তা ও সফল ব্যবসায়ী হিসাবে সুনামের সাথে কাজ করে যাচ্ছেন। তিনি ফটিকছড়ি উপজেলার ২টি থানায় জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ৩টি হাই পাওয়ার পিকআপ ও জেলা পুলিশে ১টি এম্বুলেন্সসহ মোট ৭টি গাড়ী প্রদান করেছেন। তিনি ইতিমধ্যে ১৭টি চা বাগান ১৮টি ইউনিয়ন ২টি পৌরসভায় হত দরিদ্রদের মাঝে ১৫ হাজার শীতবস্ত্র বিতরন, বিগত ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রি বিতরণ ও পবিত্র রমজান মাসে দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রি ও ঈদে উপজেলা জুড়ে দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গী বিতরণ করে সুনাম অর্জন করেছেন। তিনি ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করে চিকিৎসা সেবা পূনরায় সচল, হাসপাতালে এম্বুলেন্স হস্থান্তর, নাজিরহাট-কাজিরহাট সড়ক ও সুয়াবিল মহেশ্বরী সড়ক উন্নয়ন, হালদা বেড়ি বাঁধ নির্মাণ,নানুপুর-খিরাম সড়ক সংস্কার, হত দরিদ্রদের গৃহ নির্মাণ উপজেলার ১১টি এতিম খানায় মাসিক চাল-ডাল বিতরন সহ বিভিন্ন মানব সেবামুলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাছাড়া, উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের ভাড়া, ডিজিটাল সাউন্ড সিস্টাম, বাথরুম অজুখানাসহ এবাদত খানা নির্মান, আসবাবপত্র প্রদান, অসুস্থ দলীয় নেতা কর্মীদের চিকিৎসা সেবা প্রদানে তিনি অগ্রনী ভূমিকা রাখেন। সাদীর উদ্যোগে উপজেলার প্রতিটি গ্রামে গ্রামে সরকারের উন্নয়ন ও অর্জন সম্বলিত রঙ্গিন পোস্টার, স্টিকার, লিপলেট বিতরন করে আগামী জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন। সাদাত আনোয়ার সাদী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বর্তমানে দেশ অনেক এগিয়ে গেছে। একাদশ সংসদ নির্বাচনে আবারও নৌকায় ভোট দিলে দেশ একটি উন্নয়নশীল দেশের তালিকায় পৌঁছে যাবে। এ লক্ষে চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে নেত্রী যাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিবে আমি তাঁর বিজয়ের জন্য কাজ করে যাব।