
সাতকানিয়া সংবাদদাতা : সাতকানিয়ায় দিয়াশলাই দিয়ে অকটেনের বোতল খুলতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গত শনিবার (৬ জানুয়ারি) সন্ধ্যার দিকে উপজেলার আমিলাইষ ইউনিয়নের পশ্চিম ডলু সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম গিয়াস উদ্দিন (২০)। সে আমিলাইষ ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড পশ্চিম ডলু ঘোনা পাড়ার শাহ আলমের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক মোটরসাইকেল চালকের অকটেন শেষ হয়ে গেলে প্লাস্টিকের বোতলে করে অন্য একটি মোটরসাইকেলের পাশে রশি দিয়ে বেঁধে দোকান থেকে অকটেন কিনে নিয়ে আসে। পরবর্তীতে উক্ত প্লাস্টিকের বোতলটি হাত দিয়ে খুলতে না পেরে আগুন দিয়ে খোলার চেষ্টা করার সময় অসাবধানতা বশত গিয়াস উদ্দিন অগ্নিদগ্ধ হয়।
তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৯ জানুয়ারি) সকালে যুবকর মৃত্যু হয়।
সাতকানিয়া থানার এস আই বক্কর সিদ্দিক বলেন, অগ্নিদগ্ধ হয়ে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনার খবর পেয়ে তদন্ত করেছি। পরিবারের লিখিত আবেদনে লাশ ময়নাতদন্তের পর হস্তান্তর করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।