
মোজাম্মেল হক চৌধুরী, চট্টগ্রাম অফিস : চট্টগ্রামে অসহায় ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ও মহানগর কমিউনিটি পুলিশিং সেলের যৌথ উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।
(৩০ ডিসেম্বর) শনিবার নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ১ হাজার কম্বল বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বলেন, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ যেমন জনগণের যানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক খেয়াল রাখে, তেমনি প্রয়োজনে জনসাধারণের পাশেও দাঁড়ায়৷ সব সময় পুলিশ জনগণের পাশে ছিলো। পাশে থাকবে মানবিক পুলিশ হিসাবে।এই শীতবস্ত্র বিতরণ সেই মানবিক কার্যক্রমেরই একটি অংশ।
এ সময় আরও উপস্থিত ছিলেন- সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া; উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আব্দুল ওয়ারীশ।