আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ║১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ║ ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

বাঁশখালী উপকূলে হিউম্যান রাইটস ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

বাঁশখালী সংবাদদাতা : মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর পক্ষ থেকে বাঁশখালীর প্রত্যন্ত গ্রামের উপকূলীয় পাবলিক লাইব্রেরির হলরুমে শতাধিক বৃদ্ধা ও শিশুদের মাঝে শীতবস্ত্র উপহার বিতরণ করা হয়।

 

০১ জানুয়ারি সোমবার দুপুরে লাইব্রেরির হুলরুমে বয়স্ক, নারী পুরুষ ও শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। হিউম্যান রাইটস ফাউন্ডেশন বিএইচআরএফ এর মহাসচিব ও মানবাধিকার সংগঠক এডভোকেট জিয়া হাবীব আহসান, ফাউন্ডেশনের মহানগর সম্পাদক এডভোকেট সৈয়দ মোহাম্মদ হারুন,এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আবসার মাহফুজ ও সাংবাদিক মো.মামুনুর রশীদ।

 

উপকূলীয় পাবলিক লাইব্রেরির সভাপতি সাঈফী আনোয়ারুল আজীমের সার্বিক তত্তাবধানে শীতবস্ত্র বিতরণকালে মানবাধিকার নেতা এডভোকেট জিয়া হাবীব আহসান বলেন, দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দেশের অন্যতম বৃহত্তর মানবাধিকার সংগঠন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে মানবতার কল্যানে আজকের শীতবস্ত্র উপহার বিতরণ করা হচ্ছে। আমাদের বিভিন্ন মানবিক কর্মসূচীর ধারাবাহিকতায় আজকের এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচী।

 

তিনি ভবিষ্যতেও আমাদের এই মানবিক কাজ অব্যাহত রাখার জন্য উপস্থিত এলাকাবাসীর কাছে দোয়া কামনা করেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ