
এম. ইব্রাহিম খলিল, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম ৪ সীতাকুণ্ড আকবর শাহ্ ও পাহাড়তলী আসনের ঈগল প্রতিকের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান জনসংযোগ করেছেন।রবিবার, ৩১ ডিসেম্বর সীতাকুণ্ড পৌর সভার হাজারী রাস্তা দিয়ে শিবপুর ৯ নং ওয়ার্ড অতিক্রম করে ১নং সৈয়দপুর ইউনিয়ন এর লোহার পোল হতে (চুট কুমিরা) সৈয়দপুর ব্রীক পিল, শেখেরহাট হাজারী হাট, বৈধ্য পুকুর হয়ে ছোট দারগা হাট টেরিয়াল বাজার গণসংযোগ করেন।
এসময় মোহাম্মদ ইমরান বলেন, আমি সন্ত্রাস হানাহানি মারামারির মধ্যে নাই। ঈগলের প্রার্থী আপনাদের ভালোবাসার মানুষ, আপনাদের ভাই, আপনাদের সন্তান মোহাম্মদ ইমরানের লক্ষ্য একটাই আমাদের এলাকায় অপরাধ কিংবা সন্ত্রাসী অপরাধীর কোন স্থান হবে না। আর এটা করতে হলে ছেলেমেয়েদের সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। শুধু পড়াশোনা না, আদব লেহাজ সহ সুশিক্ষিত হতে হবে। সুশিক্ষিত মানুষেরা কখনও অপরাধে জড়ায় না, সন্ত্রাসী-অপরাধীর সাথেও থাকে না।
আগামী ৭ তারিখ ভোট কেন্দ্রে গিয়ে মুল্যবান ভোট দিয়ে ঈগল পাখি মার্কাকে জয়যুক্ত করার অনুরোধ করেন।এসময় সাথে ছিলেন সাবেক সফল উপজেলার প্রথম চেয়ারম্যান ও সফল সাবেক সংসদ সদস্য মো: আইনুল কামাল খোলা ট্রাকে দাড়িয়ে ভোটেরের ভালোবাসায় সিক্ত হন।